October 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 8:04 pm

বোলিংয়ে ফিরলেন তাসকিন

অনলাইন ডেস্ক :

কাঁধের ইনজুরির উন্নতি হয়েছে অনেকটা। রিহ্যাবের কার্যক্রম চলছে পুরোদমে। এর মাঝেই সুখবর দিলেন তাসকিন আহমেদ। বুধবার (১লা জুন) বোলিং শুরু করেছেন ডানহাতি এই ফাস্ট বোলার। মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ৮ ওভার বোলিং করেছেন তিনি। ধীরে ধীরে পূর্ণ ছন্দে ফিরবেন বলে আশা তাসকিনের। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন এ তরুণ পেসার। প্রায় দুই মাস পর বোলিংয়ে ফিরেছেন তিনি। গতকাল বোলিং করতে পেরে বেশ খুশি তাসকিন। তিনি বলেছেন, ‘অনেক দিন পরে বোলিং শুরু করতে পেরেছি এতেই অনেক খুশি। অনেক দিন পর ৮ ওভার বোলিং করলাম। রিহ্যাব করাটা একা একা অনেক বিরক্তিকর এবং এটা অনেক কষ্টের যে, একজন প্লেয়ার হিসেবে বাইরে বসে খেলা দেখা। কিন্তু আল্লাহর রহমতে বোলিং করতে পেরে ভালোই লাগছে।’ বিসিবির মেডিক্যাল বিভাগের তৈরি করা সূচি অনুযায়ী রিহ্যাব করছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে। দ্রুতই পুরো রিদমে বোলিংয়ের আশা করছেন তিনি। গতকাল বলেছেন, ‘যদি সমস্যা না হয়। যদি এভাবে বিল্ড আপ হইতে থাকে তাহলে আবার ফেরা যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ।’ গতকাল বোলিংয়ের সময় ব্যথা অনুভব করেননি তাসকিন। ধীরে ধীরে ওয়ার্ক লোড বাড়াতে চান তিনি। ২৭ বছর বয়সী এ পেসার বলেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। যেহেতু সামনে আরো লোড নিতে হবে।’ দ্রুতই দলে ফিরতে মুখিয়ে তাসকিন। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজটা মিস করেছেন তিনি। তবে ইনজুরির ধাক্কায় হতোদ্যম নন তাসকিন। শুধু বোলিং নয় ইনজুরি থেকে ফেরার লড়াইয়েও অগ্রজ মাশরাফি বিন মুর্তজাকে আদর্শ মানছেন তিনি। বলেছেন, সাবেক অধিনায়ককে দেখেই ইনজুরি কাটিয়ে ফেরার অনুপ্রেরণা পান ডানহাতি এ পেসার। কারণ ক্যারিয়ার জুড়েই বারবার ইনজুরিকে হারিয়ে মাঠে ফিরেছেন মাশরাফি।