October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 7:21 pm

ব্যক্তিগত দ্বীপের মালিক হলেন মিকা সিং

অনলাইন ডেস্ক :

ভারতীয় তারকাদের ব্যয়বহুল সম্পত্তি কেনা এখন আর নতুন কোন বিষয় নয়। তবে এবার ভারতীয় গায়ক হিসেবে লেকসহ ব্যক্তিগত দ্বীপের মালিক হলেন মিকা সিং। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘোষণাটি নিজেই দিয়েছেন এই সংগীত তারকা। সম্প্রতি মিকা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, মিকার পরনে নীল রঙের টি-শার্ট। লেকে একটি মোটর বোটে বসে আছেন। কিছুক্ষণ পর এ বোট নিয়ে ছুটে চলেন মিকা সিং। বোটটিতে ইংরেজি হরফে লেখা এমএস। ধারণা করা হচ্ছে, মিকা সিংয়ের নামের দুটি অংশের প্রথম বর্ণ নিয়ে ‘এমএস’ লেখা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, নিজের ছোট্ট স্বর্গে দারুণ সময় কাটাচ্ছেন মিকা সিং। তবে এখানেই শেষ নয়। এই দ্বীপের সঙ্গে ১টি লেক, ৭টি বোট আর ১০টি ঘোড়া কিনেছেন ভারতীয় এই গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওর সঙ্গে এসব কিছুর উল্লেখ আছে। হলিউডের অনেক জনপ্রিয় তারকার ব্যক্তিগত মালিকানায় দ্বীপ রয়েছে। এ তালিকায় রয়েছেন জনি ডেপ, শাকিরা, পামেলা অ্যান্ডারসন, নিকোলাস ক্রেজ প্রমুখ। যদিও এ তালিকায় বলিউড তারকাদের সংখ্যা কম। তবে শাহরুখ খানের ব্যক্তিগত মালিকানায় দ্বীপ রয়েছে বলে জানা যায়। সূত্র: কইমই ডটকম