October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 7:40 pm

ব্যক্তিগত বিষয় এভাবে প্রকাশ্যে আনা উচিত নয়: জায়েদ খান

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। হঠাৎ করেই স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর চটেছেন তিনি। মিম ও রাজের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে গত রাতে বিস্ফোরক পোস্ট দেন পরী। পরে মিমও একটি পোস্ট দেন। তাদের এই বিষয়টি নিয়ে সরগরম ছিলো মিডিয়াপাড়া। এদিকে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত বিষয় এভাবে প্রকাশ্যে আনা উচিত নয় বলে মনে করেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। গত শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে পারফর্ম করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জায়েদ খান একথা বলেন। গণমাধ্যমকে জায়েদ বলেন, শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতী আমি না। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমি কখনো ফেসবুকে লাইভে এসে তা বলিনি। কারণ এটা মানুষ হাসানো ছাড়া আর কোনো সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেওয়া উচিত। তিনি বলেন, মিম ও পরীমণিকে বলবো, তোমরা এ বিষয়গুলো নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ করো। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান আরও কমবে।