October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 8:27 pm

ব্যস্ত সময় পার করছেন শিলা

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। অভিনয়, গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক-পরিচালকদের নজর কেড়েছেন। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকলেও শিরিন শিলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপর থেকে একের পর এক নতুন নতুন সিনেমায় দিয়ে দর্শকদের মন জয় করে যাচ্ছেন শিরিন শিলা। বর্তমানে পরিচালক মেহেদী হাসান সিনেমা ‘শেষ বাজি’ শুটিং ব্যস্ত সময় পার করছেন।

এর আগে নির্মাতা অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শিরিন শিলা বলেন, সিনেমায় শুটিং নিয়ে টানা ব্যস্ত সময় যাচ্ছে। নির্মাতা অপূর্ব রানা ভাইয়ের ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং শেষ করে আবার আমার নতুন সিনেমা ‘শেষ বাজি’ শুরু করেছি। সিনেমাটির শুটিং শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। এরইমধ্যে ঢাকার আশপাশে শুটিং হয়েছে। রাজশাহীতেও সিনেমাটির শুটিং হয়েছে। বর্তমানে ঢাকার ভেতরে শুটিং চলছে। চলবে আরও বেশ কিছুদিন। ‘শেষ বাজি’ সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘শেষ বাজি’ সিনেমার গল্পটি চমৎকার। সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। গল্পে দেখা যাবে একটা জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কিভাবে শেষ হয়ে যায়।

শিরিন শিলা বলেন, আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, এ সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে। ‘শেষ বাজি’ সিনেমায় শিরিন শিলা ও সাইমন সাদিক ছাড়া শক্তিমান অভিনেতা বড়দা মিঠু এবং রাশেদ মামুন অপু, সাবেরী আলমসহ অনেককে দেখা যাবে। এর আগে ‘দ্য রাইটার’ সিনেমাতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। আর এ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে। বর্তমানে শিরিন শিলার মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’, ‘জিম্মি’, সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, মেহেদি হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’র মতো সিনেমাগুলো।