September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 4th, 2021, 5:35 pm

ব্যস্ত সময় পার করছেন হিমি

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে বিজ্ঞাপন, নাটক ও ওয়েব সিরিয়াল নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এর মধ্যে সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন জুয়েল হাসানের ‘বন্ধুর বউ’ শিরোনামের নাটকের। এ নাটকে তার নায়ক নিলয় আলমগীর। দ্রুতই এটি প্রচার হবে। অন্যদিকে এরইমধ্যে ৩টি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন হিমি। এর মধ্যে ওভিসি ফরচুন রাইস ব্রেন অয়েলের বিজ্ঞাপনটি অনএয়ার হচ্ছে। অন্যদিকে তার করা ওয়ালটনের একটি বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায় আছে। এর বাইরে দেশি পণ্য নিয়ে কাজ করার লাল সবুজ অ্যাপের বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন হিমি। এটি দ্রুতই অনএয়ার হবে বলে জানালেন তিনি। এর বাইরে প্রথমবারের মতো ওটিটির কাজ করছেন এই অভিনেত্রী। গোলাম সোহরাব দোদুলের ‘রূপকথা নয়’- শিরোনামের শতাধিক পর্বের ওয়েব সিরিয়ালে কাজ করছেন। জি-ফাইভের এ সিরিয়ালে হিমি ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু প্রমুখ। এ কাজটি করে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বলে জানালেন হিমি। তিনি বলেন, ‘রূপকথা নয়’- এর গল্পটা বেশ আলাদা। এখানে চঞ্চল চৌধুরীসহ অনেক গুণী শিল্পী আছেন। তাদের সঙ্গে কাজ করছি। অন্যরকম একটি আবহ তৈরি হয় শুটিং স্পটে। চরিত্রটি নিয়ে হিমি বলেন, যদিও চরিত্রটি নিয়ে বিস্তারিত বলা বারণ আছে। তারপরও বলবো আমি যে চরিত্রে কাজ করছি সেখানে একজন তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের ট্রান্সফরমেশন আছে। প্রথম দেখে মনে হবে খুব সাধারণ মেয়ের গল্প। কিন্তু পরবর্তীতে বোঝা যাবে আলাদা ধরনের একটি চরিত্র। এদিকে, হিমি সামনে আরও বেশি মনোযোগ দিতে পারবেন কাজে। কারণ তার বিবিএ শেষ পর্যায়ে। বর্তমানে ইন্টার্নও করছেন একটি অফিসে। সিনেমায় কাজের ইচ্ছে আছে কি না জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ভালো গল্প, চরিত্র পেলে অবশ্যই করবো। তবে সিনেমা যে আমাকে করতেই হবে সেটা নয়। সবকিছু ব্যাটে-বলে মিললে তবেই করবো।