নিজস্ব প্রতিবেদক:
বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেন এবং ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার (১০ নভেম্বর) দুদকের উপ-পরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ করবে সংস্থাটি। দুদকের অনুমোদিত চার্জশিটে পিকে হালদারসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, অবান্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্নিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রী, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাশ, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রী।
আরও পড়ুন
প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে অবমাননাকর টিকটক করায় যুবক আটক
ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে ১২ নারী-পুরুষ আটক
আসামিদের স্বীকারোক্তি: কক্সবাজারে নারী ও মাদক দিয়ে ব্ল্যাকমেইল করা হয় পর্যটকদের