October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 7:24 pm

‘ব্যাচেলর পয়েন্ট’র চার পর্ব সরিয়ে ফেলা হলো

অনলাইন ডেস্ক :

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই নতুন বিতর্ক উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে। নাটকের কিছু সংলাপ নিয়ে দর্শকমহলে তুমুল সমালোচন হওয়ার পর সেসব পর্ব ইতোমধ্যেই ইউটিউব থেকে সরিয়েও ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভি। ব্যাচেলর পয়েন্টের ৪র্থ সিজনের সম্প্রচারিত হচ্ছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। সম্প্রতি কয়েকটি পর্ব প্রচারের পর সেখানকার কয়েকটি সংলাপ নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে দর্শক মহলে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেগুলো নিয়ে নেতিবাচক মন্তব্যও করতে থাকে। দর্শক মহলের এমন প্রতিক্রিয়ার পর ধ্রুব টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বিতর্কিত ওই পর্বগুলো সরিয়ে ফেলার ঘোষনা দেওয়া হয়। ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে জানানো হয়, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। এবং ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’ এরপর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায়- ব্যাচেলর পয়েন্টের ৪র্থ সিজনের ৭৪, ৭৫,৭৬ ও ৭৭তম পর্ব মুছে ফেলা হয়েছে। সাম্প্রতিক সময়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষি আলম, ফারিয়া শাহরিসহ আরো অনেক জনপ্রিয় তারকা। নাটকের চরিত্রগুলোও দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছে শুরু থেকেই।