November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 8:18 pm

ব্যাটারদের নৈপুণ্যে সিলেটের বড় জয়

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হয়েছে শুক্রবার (৬ জানুয়ারী), মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স, সিলেটের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর তাদের ব্যাটারদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে সিলেট, চট্টগ্রামের দেওয়া ৯০ রানের মামুলি লক্ষ্যে ১২ দশমিক ৩ ওভারেই পৌঁছে যায় সিলেট। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪১ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন, তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কা, তিনে নামা জাকির হাসান খেলেন ২১ বলে ২৭ রানের ইনিংস, মুশফিকুর রহীম অপরাজিত থাকেন ৬ রানে। এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম, দলীয় ১১ রানে ওপেনার মেহেদী মারুফের (১১) রানআউটের মাধ্যমে চট্টগ্রামের বিপর্যয়ের শুরু, এরপর দারউইস রাসুলিকে মুশফিকুর রহীমের ক্যাচ বানান সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম ও উসমান খানকে সাজঘরে পাঠান রেজাউর রহমান রাজা। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম, আফিফ হোসেনের ২৩ বলে ২৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮৯ রান তুলতে সমর্থ হয় চ্যালেঞ্জার্স, সিলেটের পেসার রেজাউর রহমান রাজা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন, মোহাম্মদ আমিরও ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৭ রান, শিকার করেছেন দুটি উইকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১৮ রানে পান এক উইকেট।