অনলাইন ডেস্ক :
সদ্যঃসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। নিজের দুর্দান্ত ফর্মটা কর্নওয়াল টেনে এনেছেন যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটলান্টা ওপেনে। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৭৭ বলে ২২টি চার ও ১৭টি ছক্কায় তিনি ২০৫ রানে অপরাজিত থাকেন। এর আগে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ভারতের সুবোধ ভাটি। এ বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ৭৯ বলে সুবোধ করেছিলেন অপরাজিত ২০৫ রান। কর্নওয়ালের অতিমানবীয় ব্যাটিংয়ে আটলান্টা ফায়ার ২০ ওভারে ১ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলতে সমর্থ হয় স্কয়ার ড্রাইভ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা