November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 7:42 pm

ব্যাট হাতে ঝড় তুললেন কর্নওয়াল

অনলাইন ডেস্ক :

সদ্যঃসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। নিজের দুর্দান্ত ফর্মটা কর্নওয়াল টেনে এনেছেন যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটলান্টা ওপেনে। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৭৭ বলে ২২টি চার ও ১৭টি ছক্কায় তিনি ২০৫ রানে অপরাজিত থাকেন। এর আগে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ভারতের সুবোধ ভাটি। এ বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ৭৯ বলে সুবোধ করেছিলেন অপরাজিত ২০৫ রান। কর্নওয়ালের অতিমানবীয় ব্যাটিংয়ে আটলান্টা ফায়ার ২০ ওভারে ১ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলতে সমর্থ হয় স্কয়ার ড্রাইভ।