October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 15th, 2021, 7:17 pm

ব্রাজিলিয়ান রেফারির ওপর ক্ষুব্ধ মেসি

অনলাইন ডেস্ক :

বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে ১-০ গোলে পেরুকে হারায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। পেরু বনাম আর্জেন্টিনার ম্যাচটি পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও। মেসি বাহিনী এগিয়ে যাওয়ার পর ৬৪তম মিনিটে পেনাল্টি পায় পেরু। ডি বক্সের ভেতর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে বাধা পেয়ে পড়ে যান পেরুর জেফারসন ফারফান। মেসি বলছেন, পেরু এই পেনাল্টি পাওয়ার যোগ্য না। এটা রেফারির পক্ষপাতিত্বমূলক আচরণের ফল। ম্যাচ শেষে দলের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ম্যাচটি কঠিন ছিল। অনেক বাতাস ছিল। তারা গভীরে খেলেছে, আমাদের কম জায়গা দিয়েছে। রেফারি সবসময় এমন করে, যখন আমাদের ম্যাচ পরিচালনা করে। মনে হয় যেন কোনো উদ্দেশ্য নিয়ে এটা করে। কিন্তু ভালো যে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেলাম এবং আমরা আমাদের লক্ষ্যের আরো কাছে।