অনলাইন ডেস্ক :
ব্রাজিলের সাও পাউলো শহরের কাছে একটি গুদামের কংক্রিটের এক কাঠামো ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের দুই কংগ্রেস প্রার্থী গত মঙ্গলবার গুদামটি পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কংগ্রেসের প্রার্থী জোনিস দোনিজেছ ও এলি সান্তুস ব্রাজিলীয় কন্টেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শনকালে গুদামটির কংক্রিটের একটি কাঠামোর অংশবিশেষ তাদের ও কোম্পানির কর্মীদের ওপর ধসে পড়ে। এক ফেইসবুক পোস্টে দোনিজেছ জানিয়েছেন, তিনি ও সান্তুস, তাদের উভয়কেই উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে। তারা আরও জানায়, ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ২৮ জনকে নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আরও লোক আটকা পড়ে থাকতে পারেন বলে উদ্ধারকারীদের ধারণা।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু