November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 7:33 pm

ব্রাজিল সমর্থক আসিফ, তর্ক করেন না আর্জেন্টিনা সাপোর্টারের সঙ্গে

অনলাইন ডেস্ক :

মরুভূমির উত্তাপ বইছে বাংলাদেশেও। ঢাকার হালকা শীতেও সেই উত্তাপ এখনও যারা আঁচ করতে পারেননি, তাঁদের মনে করিয়ে দিতে চাই কাতারে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপ। নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। নিজের পছন্দের দলের পতাকা আর জার্সির রঙে সাজতে শুরু করেছে পুরো দেশ। সঙ্গে কথার তর্ক তো আছেই। বিশ্বকাপ জ¦র উপভোগে কম যান না সিনেপর্দার তারকারাও। এক সময়ের ক্রিকেট-পাগল জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিজেকে বনেদি ব্রাজিল সমর্থক বলে পরিচয় দেন। তবে কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করেন না তিনি। আসিফ আকবর জানিয়েছেন, ‘আমরা যারা বনেদি ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি। বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সব সময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না, এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারও সঙ্গে তর্কও করি না।’ এবারের বিশ্বকাপ নিয়ে আসিফ বলছেন, ‘ব্রাজিল দি আ টিম হিসেবে খেলে, যে কোনো ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষ মাত্র। সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার, এরকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ।’ এই গায়ক আরও অনুরোধ করে জানিয়েছেন, ‘ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার।’