ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কুখ্যাত আসামিরা হলেন, (১) আইয়ুব আলী, পিতা- মৃত কুতুব আলী, (২) মোঃ আছমত আলী, পিতা- কাছন আলী, উভয়সাং- কালিকচ্ছ (কদমতলি), থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
শুক্রবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেনের, দিকনির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ তারিকুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/দিপক চন্দ্র দেবনাথ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালিকচ্ছ কদমতলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাহারা উভয়ে কুমিল্লা জেলার লাকসাম থানার ব্যাংক ডাকাতির মামলায় আসামি, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতারী পরোয়ানা মূলে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান. গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলীর বিরুদ্ধে রাস্তায় ডাকাতির প্রস্তুতি ২টি, আইনশৃঙ্খলা বিঘœ- দ্রুত বিচারে- ১টি, লাকসামে ডাকাতি মামলা ১ টি, মারামারির ১টি সহ সর্বমোট- ০৫টি মামলা এবং মো: আছমত আলীর বিরুদ্ধে লাকসামে ডাকাতি মামলা ১টি রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

আরও পড়ুন
সিলেটে বন্যা: এবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু
বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাইবান্ধায় বন্যার পানি কমলেও বেড়েছে রোগব্যাধি