ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শামীম মোল্লা একই এলাকার মৃত জমশেদ মোল্লার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, ২০১৬ সালে এক নাশকতার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় রাজনৈতিকসহ ১৫টি মামলা রয়েছে।
এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের নেতাকর্মীরা শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেপ্তারের প্রতিবাদ জানায় বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
ময়মনসিংহের সেই শিশুকে ১৩ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সুলতানার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে: আইনমন্ত্রী