জেলার সরাইলে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল ভূঁইয়া (৫৫) নাসিরনগর উপজেলার ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন, দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০) ।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সরাইলের বাড়িউড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রী দুলাল ভূঁইয়া ঘটনাস্থলে মারা যান এবং অন্যরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের