October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 22nd, 2022, 3:54 pm

ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারন (২য় ও ৩য় তলা) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আবু বকর সিদ্দীক।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড: রমা বিজয় সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহ নইমুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আনোয়ার সাদাত, মাউশি সিলেটের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম,নশিক্ষা প্রকৌশলের প্রধান নির্বাহী নজরুল হাকিম, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজ হোসনে আরা,সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক ব্রজেন্দ্র চন্দ্র দাস, সহকারী অধ্যাপক দীপক কান্তি চৌধুরী, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক কবির আহমদ,প্রদীপ চন্দ্র দেবনাথ,গোলাম কিবরিয়া, অসীম কান্ত দাস, হিসাব রক্ষক কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া।
বিকেল ৪ টায় প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করেন সিলেটর প্রশাসক ও ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সভাপতি মো.মজিবর রহমান।