নিজস্ব প্রতিবেদক :
সানডের গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড। তবে গোল শোধ দিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শেখ রাসেল। কিন্তু আকাশি-নীল জার্সিধারীদের দাপট তখনও কমেনি। আধিপত্য চলতে থাকে। সানডে-অগাস্তো-বেলফোর্ট ত্রয়ীর নৈপুন্যে মারিও লেমসের দল ৫-১ গোলে বিধ্বস্ত করেছে শেখ রাসেলকে। এর মধ্যে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও নাইজেরিয়ান সানডে পেয়েছেন জোড়া গোল। মঙ্গলবার প্রিমিয়ার ফুটবল লিগে ১২তম জয়ে আবাহনী ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। শেখ রাসেল এক ম্যাচ কম খেলে নবম হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ শুরু থেকে জমে ওঠে। প্রথম মিনিটে সানডের কাটব্যাক থেকে জুয়েল রানা পা ছোঁয়াতে পারলে আবাহনী এগিয়ে যেতে পারতো। তবে ৩২ মিনিটে প্রথম গোলের দেখা পায় দুই মৌসুম আগের চ্যাম্পিয়নরা। বেলফোর্টের পাসে সানডের শট গোলকিপার আশরাফুল ইসলাম রানা ফিরিয়ে দেন। ফিরতি বলে সানডের জোরালো শট আর রুখতে পারেনি অভিজ্ঞ রানা। যোগ করা সময়ে শেখ রাসেলের বখতিয়ার দুইশভেকবের শট গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন রায়হান। বিরতির পর হয়েছে ৪ গোল। ৬৪ মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল। ৬ গজ দূর থেকে সিওভুশ আশরোভ গোলকিপার শহিদুল আলম সোহেলের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৫ মিনিট পর আবাহনী আবারও এগিয়ে যায়। সানডের পাসে বক্সের বাইরে থেকে রাফায়েল অগাস্তোর বুলেট গতির শট জাল কাঁপায়। গোলকিপার আশরাফুল ইসলাম রানা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি। ৮০ মিনিটে স্কোরলাইন ৩-১। নাসির উদ্দিনের ক্রসে ডিফেন্ডার নোলক হেড করে বল ক্লিয়ার করতে পারেনি। ফাঁকায় দাড়ানো হাইতির কেরভেন্স বেলফোর্ট প্লেসিং করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ৮৭ মিনিটে অগাস্তো নিজের দ্বিতীয় গোলটি করে শেখ রাসেলকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। আর যোগ করা সময়ে সানডে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করে বড় জয় এনে দেন। আগের ম্যাচে সাইফের কাছে হারের পর জয়ে ফিরলো আবাহনী। তাতে লিগের রানার্স-আপ লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে লেমসের দল।
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব