অনলাইন ডেস্ক :
প্রথম কোয়ার্টারেই তিন গোল হজমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। তৃতীয় কোয়ার্টারেই চার গোলে পিছিয়ে পড়ায় ম্যাচ থেকেই ছিটকে যায় আশরাফুলরা। বড় হারে চ্যাম্পিয়ন হওয়া হলনা বাংলাদেশের। রোববার (১৫ মে) থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে এএইচএফ কাপে এই ওমানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার আর পেরে উঠলোনা গোবিনাথানের দল। প্রথম কোয়ার্টারের দশ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে বাংলাদেশ। চার মিনিটে পেনাল্টি কর্নারে ওমানকে এগিয়ে নেন আম্মার শাইবি। এরপর আট মিনিটে ফিল্ড গোলে ব্যবধান বাড়ান ফাহাদ লাওয়াতি। দুই মিনিট পরে তৃতীয় গোলটি করেন সালাহ আল সাদি। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে আল কাশিমের গোলে ব্যবধানে ৪-০ করে ফেলে ওমান। ফলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় সারোয়ারদের। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নারে আশরাফুল ইসলামের গোল ব্যবধান কমালেও ৫১ মিনিটে আল ফাজারি এবং ৫৯ মিনিটে আসামা আল শিবলির গোল ওমানের শিরোপা জয় নিশ্চিত করে। শেষ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান ফজলে রাব্বি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা