April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 25th, 2022, 7:32 pm

ভক্তদের প্রাণ খুলে হাসতে বললেন রাশমিকা

অনলাইন ডেস্ক :

মঙ্গলবার (২৪ অক্টোবর) ছিল দীপাবলি। ধর্মীয়ভাবে ভারতীয়দের নিকট এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। অধিকাংশ ভারতীয়রা দিনটি ব্যাপক আনন্দের সঙ্গে পালন করেন। একে অপরের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। ভারতীয় শোবিজ তারকারাও বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনটিকে পালন করে থাকেন। ভক্তদের সঙ্গেও আনন্দ ভাগ করে নেন। এই সময়ের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানাও ভক্তদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে করলেন মজাও। দীপাবলিতে ভক্তদের প্রাণ খুলে হাসতে বললেন, আর বললেন মিষ্টি খেতে। সোশ্যাল হ্যান্ডেলে রাশমিকা লিখেছে, ‘দীপাবলির শুভেচ্ছা সকলকে। এই দিনে প্রাণ খুলে হাসো, মিষ্টি খাও, সুখে থাকো, নিরাপদে থাকো। শুধু এবং শুধুই তোমাদের ভালোবাসি এই দীপাবলিতে। ’রাশমিকার বলিউডের সিনেমা গুডবাই চলতি মাসের ৭ তারিখে মুক্তি পেয়েছে। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।