October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 7:30 pm

ভক্তদের সুখবর দিলেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের ভক্তদের সুখবর দিলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। বিশ্বকাপের আগেই ফিরেতে পারেন দলে। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন দল থেকে। এশিয়া কাপেও তার সার্ভিস পায়নি পাকিস্তান। যা বেশ ভুগিয়েছে পুরো দলকে। আর তাই আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি দলে ফিরবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন পাকিস্তানের সমর্থকরা। তবে, তাদের সেই শঙ্কা কিছুটা দূর করলো আফ্রিদি নিজেই। তার ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়া চলছিলো লন্ডনে। আর সেখান থেকেই টুইটারে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন আফ্রিদি। ভিডিওতে অল্প রানাআপে বোলিং করেছেন তিনি। আর সেই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সাফল্য নিজের প্রতিজ্ঞার ওপর নির্ভর করে না, সাফল্য নির্ভর করে আল্লাহর ওপর।’ তার এমন ভিডিও দেখে বেশ আশাবাদী পাকিস্তানি সমর্থকরা। সেই ভিডিওটিতে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটার ব্যবহারকারী একজন লিখেছেন, ‘অনেক দিন পর আপনার বল করা দেখতে পেয়ে দারুণ লাগছে। আপনার জন্য দোয়া রইল। আশা করছি, শিগগিরই আপনাকে দেখতে পাব।’ অন্য আরও এক ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’