December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 18th, 2021, 7:45 pm

ভক্ত-অনুরাগীদের ক্ষোভের মুখে যশ

অনলাইন ডেস্ক :

মা হয়েছেন কলকাতার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তার ছেলের নাম রেখেছেন ঈশান। তবে ছেলের বাবার নাম নিয়ে গেল কয়েক মাস ধরেই হয়েছে অনেক হৈচৈ। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে নিশ্চিত হওয়া গেল ঈশানের বাবা নায়ক যশ দাসগুপ্ত। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েছেন যশ। তারা নাকি বেশ ধাক্কা খেয়েছেন এই খবরে। অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যারা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। ‘যশরাত’কে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েওছেন তারা। এ দিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথা নিশ্চিত হওয়া গেল ১৫ সেপ্টেম্বর রাতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নুসরাতের সন্তানের জন্ম নিবন্ধনপত্র দেখে। সেখানে ঈশানের বাবার নামের জায়গায় যশের নাম রয়েছে। ব্যাস, এরপর থেকেই বৃহস্পতিবার যশকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তার অনুরাগীরা। এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় হরফে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে।