October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 17th, 2021, 8:46 pm

ভাই বড়ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীরও কারণ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিএমজেড ও নেটজ্ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের আয়োজনে পাকুরিয়া শরীফ উচ্চ বিদ্যালয় কক্ষে বিতর্কে চ্যাম্পিয়ান ও রানার্স আপ নির্বাচনে বিতর্ক গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। “ভাই বড়ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণে” এ বিষয়ে পক্ষে ও বিপক্ষে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা যুক্তিতর্ক উপস্থাপন করে। পরে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে ক্রেস্ট, মেডেল, উপহার ও বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ বিভিন্ন বই বিদ্যালয়ের লাইব্রেরির জন্য উপহার দেওয়া হয়। এছাড়াও স্কুল পর্যা‌য়ে কুইজ, চিত্রঙ্কন, রচনাা লিখন ও দেয়া‌লিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মা‌ঝে পুরুস্কার বিতরন করা হয়। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। সভাপ‌তিত্ব ক‌রেন পল্লীশ্রী প্রস‌পেক্ট প্রক‌ল্পের প্রজেক্ট কো অ‌র্ডিনেটর ম‌তিয়া বেগম মু‌ক্তি। অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র এরিয়া কো-অর্ডিনেটর মশিউর রহমান। অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন, আনোয়ার হোসেন, রওশন আরা, রোকিনুজ্জামান।