October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 8:10 pm

‘ভাগ্য’ নিয়ে আশাবাদী নিপুণ

অনলাইন ডেস্ক :

দেশের ২১টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সিনেমা ‘ভাগ্য’; দর্শকের কাছে সিনেমাটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী এ অভিনেত্রী। সিনেমার মুক্তি ও কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “অনেকদিন পর মুন্নার সঙ্গে কাজ করলাম। এই ছবিতে আমাদের জুটির দারুণ কাজ হয়েছে। তাই বলব ছবিটি দর্শকরা দেখে বিনোদন পাবেন। ভাগ্যর ভাগ্য নিয়ে আমি দারুণভাবে আশাবাদী।” মাহাবুবুর রশীদ পরিচালিত ‘ভাগ্য’ সিনেমায় চিত্রনায়ক মুন্নার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন নিপুণ। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চিত্রামহল, আনন্দ, গীত, বিজিবি সিনেমা হলে প্রদর্শিত হবে। এছাড়া চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা, জয়দেবপুরের বর্ষা, সাভারের চন্দ্রিমা, কাঁচপুরের চাঁদমহল, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, যশোরের মনিহার, ময়মনসিংহের পূরবী, খুলনার সংগীতা, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স পাবনার রূপকথা, সিলেটের নন্দিতা, হবিগঞ্জের মোহন ও হাসানাবাদের ছন্দা সিনেমা হলেও চলবে। চিত্রনায়ক মুন্না বলেন, “ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সাথে এর আগে ‘ধূসর কুয়াশা’ সিনেমায় কাজ করার কারণে আমাদের রসায়নটা ভালো হয়েছে। ছবিটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে মৌলিক গল্পে নির্মিত, আশা করেছি সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে ভাগ্য।” ‘দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে’ নির্মিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান। এর আগে উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন নিপুণ ও মুন্না, ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পায়।