অনলাইন ডেস্ক :
অভিনেত্রী নিপুণ নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন। এই সিনেমার নাম ‘ভাগ্য’। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নিপুণকে। জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগমী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ। ভাগ্য সিনেমায় অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে। ’ ‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন অভিনেতা মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।
আরও পড়ুন
কলকাতার সিনেমায় অপূর্বর সঙ্গী রাইমা সেন
এবার একসঙ্গে রায়হান রাফী-শাকিব
জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বীর