July 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:44 pm

ভাবনার ‘মাস্টারমাইন্ড’

অনলাইন ডেস্ক :

ইদানিং অনেকটাই বেছে বেছে নাটকে অভিনয় করছেন অভিনেত্রী ভাবনা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও বেশ কয়েকটি ভালো গল্পে অভিনয় করেছেন তিনি। সেই তালিকায় থাকা একটি হলো ‘মাস্টারমাইন্ড’। নাটকটি রচনা করেছেন ইবনে হাসান খান ও পরিচালনায় রয়েছেন নুর ইমরান মিঠু। ভাবনা ছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকি প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, প্রতারণাকে নেশা ও পেশা বানানো মঞ্জুরুলের টার্গেট ৫ কোটি টাকা। কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে নিত্য-নতুন প্রতারণা করে চলে সে। শুরু হয় এসি কিনে ভুয়া চেক দেওয়ার মধ্য দিয়ে। ওই এসি আবার অনেক কম দামে অন্যত্র বিক্রি করে দেয়। কখনও চাকরি দেওয়ার নামে, কখনও দানবীর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আবার কখনও বা দুনীর্তি দমনের বড় কর্মকর্তা সেজে সে টাকা হাতানো শুরু করে। যখন যেখানে সুবিধা নিজের নাম পাল্টে বড় পদবি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে। মেয়ে হনুলুলু বেড়াতে গিয়ে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির প্রেমে পড়ে সেখানে থেকে যেতে চায়, এ ঘটনায় সে পেরেশান, হনুলুলুর পুলিশ প্রধানকে সে উপস্হিত দর্শনাথীর্দের সামনেই ফোন দেয়। প্রয়োজনে সে হনুলুলু কিনে নেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীনের প্রেসিডেন্ট, হলিউড-বলিউডের অভিনেত্রী, ক্রিকেটার বিরাট কোহলি, ফুটবলার লিওনেল মেসিÑসবার সঙ্গেই আছে তার ছবি ও যোগাযোগ। কোনো দর্শনাথীর্ এলে তার সামনেই বিশিষ্টব্যক্তিদের ফোন আসা শুরু হয়। মন্ত্রী তার সঙ্গে দেখা করতে উদগ্রীব, কিন্তু তাকে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় তার হাতে নেই। সহজ-সরল মানুষ তার এই প্রতারণার ফাঁদে পড়ে।