October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 3rd, 2021, 1:27 pm

ভারতের করোনায় নতুন আক্রান্ত ৪৪১১১, মৃত্যু ৭৩৮ জনের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে কমতে ৪৫ হাজারের নীচে নেমেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জনে।

ভারতে সংক্রমণের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। আর এ মহামারিতে ভারতে সর্বমোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৫০ জনের। খবর আনন্দবাজার পত্রিকার।

গত ১২ দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার তিন শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা নেমে হয়েছে ২.৩৫ শতাংশ।

ভারতে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১৪ হাজার ১০৪ জন। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৫ লাখের নীচে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন।