December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 18th, 2021, 1:00 am

ভারতের গুজরাটে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাউকটে’

অনলাইন ডেক্স :

অবশেষে ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় টাউকটে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

টাউকটে আছড়ে পড়ার পরপরই গুজরাট উপকূল অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এরই মধ্যে ভূমিধসও শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এ অঞ্চলের পোরবন্দর ও আশপাশের জেলার প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।

শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ‘টাউকটে’র আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভারতের গুজরাট প্রদেশে এরই মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বন্যা মোকাবিলা বাহিনী ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

গুজরাটের এক সরকারি কর্মকর্তা জানান, গত ২০ বছরে এই টাউকটেই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল গুজরাটে। এতে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।