October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:20 pm

ভারতের জার্সিতে ৮০তম গোল করে মেসিকে ছুঁলেন সুনিল ছেত্রি

অনলাইন ডেস্ক :

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছে ভারত। আর সেই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলের রেকর্ডে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ভারতের সুনিল ছেত্রি। ফাইনাল ম্যাচে দুর্দান্ত এক হেডে গোল করেন সুনিল ছেত্রি। এটি ভারতের জার্সিতে তার ৮০তম গোল। আর্জেন্টিনার জার্সিতে সমান গোল আছে মেসির ঝুলিতেও। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই উইঙ্গারের গোলসংখ্যা ১১৫টি। দুইয়ে আছেন ইরানি কিংবদন্তি আই দাইয়ি (১০৯ গোল)। তিনে থাকা মালয়েশিয়ার মুক্তার দাহারির নামের পাশে আছে ৮৯ গোল। তালিকার চারে হাঙ্গেরি ও স্পেনের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের গোলসংখ্যা ৮৪টি। আর ৮০ গোল নিয়ে পাঁচে ছেত্রি। সমান গোল নিয়েও ম্যাচ বেশি খেলায় মেসির অবস্থান ছয়ে। ছেত্রির ১২৫ ম্যাচের বিপরীতে মেসির ম্যাচ সংখ্যা ১৫৬টি।