October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 1st, 2022, 8:21 pm

ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে চান সাকিব

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসান প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তার দল এমন কিছু করে দেখাবে, যা আগে কখনও করতে পারেনি। মূলপর্বে নেদারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে ইতোমধ্যে তার দল সেটি প্রমাণ করেছে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে একটি মাত্র ম্যাচ জেতার রেকর্ড ছিল বাংলাদেশের। ১৫ বছর পর আরও একটি বিশ্বকাপের মূল পর্বে দুই ম্যাচ জিতে সাকিব নিজের কথা রেখেছেন। বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কের সহজ সরল স্বীকারোক্তি- বাংলাদেশ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জিততে যায়নি কিংবা ফেভারিট হিসেবেও খেলছে না। তবে তিনি জানিয়েছেন, ভারতকে হারিয়ে অঘটন ঘটনোর চেষ্টা করবেন তারা। মঙ্গলবার (১লা নভেম্বর) সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর অঘটন ঘটানোর চেষ্টা করবো।’ এক্ষেত্রে সাকিব আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন, ‘অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হবো। না করতে পারলেও খুব বেশি কিছু বলার নেই। দুই দল আমাদের থেকে ভালো। কিন্তু যদি ভালো খেলি, আমাদের দিন থাকে, তাহলে কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। এরকম একটা ফল করতে পারলে অবশ্যই আমরা খুশি হবো।’ দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতীয়রাই। ১১ ম্যাচের মধ্যে তারা ১০টি জিতেছে, বাকি একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে ভারতের শক্তির কথা চিন্তা না করে সাকিবরা নিজেদের সামর্থ্যরে পুরোটা দিয়ে খেলতে চাইছেন, ‘প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচে একই মানসিকতা নিয়ে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন অবস্থায় খেলা হচ্ছে, এগুলো আমরা চিন্তা করতে চাই না এবং আমরা ওই মোমেন্টাম উপভোগ করতে চাই। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’