October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 7:44 pm

ভারতের বিপক্ষে নেই হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক :

রাত পোহালেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুটি টেস্ট খেলবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। ম্যাচের একদিন আগেই লঙ্কান শিবিরে বড় ধাক্কা হয়ে এলো হাসারাঙ্গার ছিটকে যাওয়া। এখনও করোনা থেকে পুরোপুরি সেরে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছে না। দুই দিন আগে ভারতের বিপক্ষে শক্তিশালী স্পিনারদের নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে স্পিন বিভাগের পুরোধা ছিলেন বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি বোলার হাসারাঙ্গা। এছাড়াও দলে আছেন মহেশ থিকশানা ও জেফরি ভ্যানডারসে। দলে রয়েছেন অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল। কিন্তু তার খেলা মন্ত্রণালয়েরর অনুমোদনের ওপর নির্ভর করছে। ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। কুসল মেন্ডিস ও বিনুরা ফার্নান্ডো ছাড়াও হাসারাঙ্গা করোনায় আক্রান্ত হন। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা ৪-১ ব্যবধানে হেরে গেছে। হাসারাঙ্গা অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট পেয়েছেন। চলতি বছর হাসারাঙ্গা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবনে। নিলামে যিনি দাম পেয়েছেন ১০,৭৫ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে তিনিই দ্বীপরাষ্ট্রের সবচেয়ে দামি ক্রিকেটার।