অনলাইন ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত-বাংলাদেশ সমানে সমান লড়াই করেছে। তাতে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। বেশ কয়েকটি গোল সেভ করে দলের অন্যতম ত্রাতা ছিলেন স্বাগতিক বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা। যার নৈপুণ্য দেখে ম্যাচশেষে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতের কোচ ময়মল রকি। গত সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে রুপনার পারফরম্যান্স সবার চোখে পড়েছে। পরিণত হয়ে ওঠা রুপনা এখন তেকাঠির নিচে অন্যতম ভরসা। অথচ নিজের পজিশনে দায়িত্ব পালন নিয়ে হিমশিম খেতে হয়েছে একসময়। ঢাকায় আগের দিন বিশেষ করে ম্যাচের সাত মিনিটে ভারতের সুমিতা কুমারী বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে শট নিলেও পা বাড়িয়ে সেই শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন রুপনা। যা বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বের কথাই মনে করিয়ে দিচ্ছে। অসাধারণ সেভ নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) জিম সেশন শেষে রুপনা বলেছেন, ‘এগুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়। প্র্যাকটিসে এমন অনেক সেভ করেছি। আসলে যখন বল আসে ডিফেন্স ভাঙার পর আমার ওপরই দলের সব ভরসা থাকে। জানি বল এলে আমাকে সেভ দিতেই হবে। আমার দায়িত্ব যা ছিল, সেটা পালন করেছি।’ বাংলাদেশের সামনে রয়েছে আরও ম্যাচ। লক্ষ্য তাদের ফাইনাল। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে ভারত কিংবা নেপাল। তাই রুপনার জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা