October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 25th, 2024, 9:16 pm

ভারতের সঙ্গে প্রতিষ্ঠিত প্রক্রিয়াকে সক্রিয় করার উপায় নিয়ে আলোচনা বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে ভারতের সঙ্গে প্রতিষ্ঠিত প্রক্রিয়াকে(মেকানিজম) সক্রিয় করার উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

তিনি বলেন, শিগগিরই অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা শুরু হবে।

দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনকে অন্যতম প্রতিষ্ঠিত পদ্ধতি বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে (নিউইয়র্ক সময়) এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলোকে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে।

রিয়াজ বলেন, ‘এটা ছিল তাদের মধ্যে প্রথম বৈঠক।’এই বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ।

রিয়াজ বলেন, সীমান্ত পরিস্থিতিসহ দুই দেশের মধ্যে অনেক সমস্যা রয়েছে।

বৈঠকের পর জয়শঙ্কর এক্স-এ (টুইটার) লেখেন, ‘সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছে।’

—–ইউএনবি