September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 21st, 2023, 8:50 pm

ভারতে কারখানা করবে টেসলা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের বৈঠক হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার নিউইয়র্কে এ বৈঠক হয়। বৈঠক শেষে ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার কারখানা হবে বলে জানান মাস্ক। মোদির সঙ্গে বৈঠকের পর মাস্ক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর (মোদি) সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও এসেছিলেন। তাই আমাদের পুরোনো পরিচয় আছে।’

২০১৫ সালে নরেন্দ্র মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটর কারখানায় গিয়েছিলেন। মাস্ক বলেন, ‘ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।’টেসলার ভারতে আসা এবং কারখানা করা প্রসঙ্গে মাস্ক বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে আসবে।’ মোদির ভূয়সি প্রশংসা করে মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ভারতের জন্য ভাবেন। তিনি আমাদের বারবার বলছেন, যাতে আমরা ভারতে বিনিয়োগ করি। আমরা করব। তবে, আমাদের ঠিক সময়টা বেছে নিতে হবে। মোদি কোম্পানিগুলোকে সাহায্য করতে চান। তিনি ভারতের জন্য ঠিক কাজটা করতে চান। ভারত যাতে সুবিধাজনক অবস্থায় থাকে, তিনি সেটাও চান।’ ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। এই বছরের শেষের দিকে কোথায় কারখানা হবে, তা-ও ঠিক করে ফেলতে চান তিনি।