October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 1st, 2023, 7:52 pm

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি

দুই বছর কারাভোগ শেষে বৃহস্পতিবার সকালে ভারত থেকে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঢাকার নবাবগঞ্জের নরেশ শীলের ছেলে পলাশ শীল (৩৬), বাগেরহাট জেলার বাহার উদ্দিনের মেয়ে বেবী বেগম(৩২), ময়মনসিংহ জেলার আব্দুস সালামের মেয়ে শিরিন বেগম(৩৩)। শেরপুর জেলার হাসমত আলীর মেয়ে রীতা মন্ডল (৩৯), কক্সবাজার জেলার জাফর আলীর ছেলে আইয়ুব আলী (৩৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারতীয় পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ সকালে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ওসি বলেন, দুই বছর আগে কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

—-ইউএনবি