October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 6th, 2021, 7:32 pm

ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি কোভিড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে প্রদেশটির আহমেদনগর জেলার সরকারি একটি হাসপাতালের আইসিইউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, আগুন নেভাতে দমকলকর্মীদের কয়েক ঘণ্টা লাগে।
তিনি বলেন, ‘১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা অধিকাংশই রোগী। এছাড়া একজন আগুনে পুড়ে আহত হয়েছেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।’
এর আগে মে মাসে ভারতের গুজরাটের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ১৮ জন এবং মার্চে মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগী মারা যান।