September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 2:16 pm

ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরল একই পরিবারের ৩ জন

ভারতে তিন বছর কারাভোগের পর শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন একই পরিবারের তিন সদস্য।

তারা হলেন- লোকমান হোসেন (৪৪), জেসমিন খাতুন (৩৯) ও তাদের ছেলে মো.রাসেল আলী (২০)। তাদের বাড়ি খুলনা জেলার রূপসা থানা এলাকায়। পরিবারটি ভালো কাজের আশায় বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে যান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, তিন বছর আগে তারা ভালো কাজে আশায় ভারতে ব্যাঙ্গালারু শহরে পাড়ি জমান। এরপর সেখানকার পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজাতে যায়। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে শনিবার তারা দেশে ফিরে এসেছেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ওসি জানান, সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

—ইউএনবি