September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 2nd, 2024, 8:32 pm

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ২৭

এপি, উত্তর প্রদেশ :

উত্তর ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে পদদলিত হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ১৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) উত্তর প্রদেশের হাতরাস জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাজ্যের চিকিৎসা কর্মকর্তা উমেশ ত্রিপাঠি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোলে বাবা নামের এক ধর্মীয় নেতার সঙ্গে তার অনুসারীরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে অনেকে পদদলিত হয়।

উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিড়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে ওই অনুষ্ঠানে ঠিক কত মানুষ জমায়েত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি তারা।

ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ভারতে নতুন কিছু নয়। অল্প জায়গায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ জমায়েত হওয়ায় প্রায়ই দেশটিতে এ ধরনের দুর্ঘটনার খবর শোনা যায়।