May 31, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 6:52 pm

ভারতে প্রতিরক্ষা প্রধান হেলিকপ্টার বিধ্বস্তে নিহত

অনলাইন ডেস্ক :

তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। বুধবার রাতে ভারতীয় বিমানবাহিনী এক টুইটে এ তথ্য জানিয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে সেনাপ্রধানের স্ত্রী ও পাঁচজন জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা ছিলেন। এখন পর্যন্ত তাদের কোন খবর পাওয়া যায়নি।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
এর আগে, এক টুইট বার্তায় ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
দেশটির কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়া জেনারেল রাওয়াতের হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।