July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 8:24 pm

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

অনলাইন ডেস্ক :

ভারতের ঝাড়খন্ডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ঝাড়খন্ডের ধানবাদ শহরে অবস্থিত একটি ভবনে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপকমিশনার সন্দ্বীপ কুমান জানান, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আশীর্বাদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ঝাড়খন্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।’ ঝাড়খন্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি একটি ১৩ তলা ভবন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকান্ডে প্রাণহানীর ঘটনায় আমি শোকার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’