October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 13th, 2023, 8:44 pm

ভারতে বাসচাপায় সাতজন নিহত

অনলাইন ডেস্ক :

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ আগষ্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। গত শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদোয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরুখ (২২), সাদ্দাম (২৮), মোহাম্মদ তোহিত (১৫), মোহাম্মদ জুবের (১৮), আসিফ (৩০), মোহাম্মদ (১৭) এবং মোহাম্মদ রশিদ (২১)। রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদোয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে পাঠানো হয়েছে। তবে এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।