November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 14th, 2024, 8:11 pm

ভারতে বিলবোর্ড ভেঙে নিহত ১৪

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় একটি বড় বিলবোর্ড মানুষের ওপর ভেঙে পড়লে অন্তত ১৪ জন নিহত ও ৭৪ জন আহত হয়।

মঙ্গলবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলচ্ছে, এখনও কতজন আটকা পড়েছে তা স্পষ্ট নয়।

প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সোমবার সন্ধ্যায় ঘাটকোপার শহরতলির একটি গ্যাস স্টেশনের ওপর ৩০ মিটার লম্বা (১০০ ফুট লম্বা) বিলবোর্ডটি ভেঙে পড়ে। রাত পর্যন্ত ৪৭ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে।

সরকারি কর্মকর্তারা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে, পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং তারা বলেছে যে বিলবোর্ডটি অবৈধভাবে লাগানো হয়েছিল।

আহতদের মধ্যে ৩১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষা মৌসুমে ভারতে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বন্যা হয়ে থাকে। এ কারণে এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে।

—-ইউএনবি