অনলাইন ডেস্ক :
ভারতের মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু-কাশ্মীরে ঈদুল আজহাকে সামনে রেখে পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) পশু কল্যাণ আইনের কথা বলে গরু, উট অথবা অন্য যে কোনো প্রাণী কোরবানিতে নিষেধাজ্ঞার এই আদেশ জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত এ আদেশটি ওই এলাকায় আরও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতে সনতান ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী। দেশটির অনেক এলাকাতেই মাংস বিক্রি অবৈধ ও নিষিদ্ধ। কাশ্মীরে পশু জবাই নিষিদ্ধ হলেও মুসলিম অধুষ্যিত এলাকায় গরুর মাংস পাওয়া যায়। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধেই গরু জবাই ও মাংস বহন করার অভিযোগ এনেছে উগ্রপন্থি হিন্দু গোষ্ঠীর সদস্যরা।
২০১৯ সালের আগস্টে নয়াদিল্লির বিশেষ স্বায়ত্তশাসিত অবস্থান প্রত্যাহার করার পর থেকে ওই এলাকার উদ্বেগ আরও বেড়েছে এবং এই অঞ্চলে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার