July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 21st, 2021, 7:43 pm

ভারত চলতি বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাজয়ী দল: ইনজামাম

অনলাইন ডেস্ক :

২৪ অক্টোবর বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্বকাপে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এবারও ম্যাচের আগে থেকে পাকিস্তানের একাধিক সাবেক ক্রিকেটার যখন ভারতকে বাক্যবাণে বিদ্ধ করতে ব্যস্ত, তখন উল্টো সুর ইনজামাম উল হকের গলায়। পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন, চলতি বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাজয়ী দলটির নাম ভারত। নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘কোনো টুর্নামেন্টে কোন দল জিতবে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জয়ের কতটা সুযোগ আছে সেটা অনুমান করা যেতে পারে। আমার মতে, জয়ের সুযোগ সব চেয়ে বেশি আছে ভারতের। বিশেষ করে এই কন্ডিশনে। ওদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার আছে। উপমহাদেশের মাটিতে তারা ভয়ংকর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচে তারা খুব সহজভাবে খেলছে। ১৫৩ রান তাড়া করতে কোহলিকেও নামতে হয়নি।’ অস্ট্রেলিয়ার দেওয়া টার্গেট ভারত পেরিয়ে গেছে ১৩ বল এবং ৮ উইকেট হাতে রেখে। আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ইনজামাম বলেন, ‘সুপার টুয়েলভে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি যেন ফাইনালের আগে ফাইনাল। কোনো ম্যাচ নিয়ে এত আলোচনা হয়নি, হবেও না। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম এবং শেষ ম্যাচ ছিল ভারত-পাকিস্তানের। দুটি ম্যাচই ছিল ফাইনালের মতো। এই ম্যাচ যারা জিতবে, তারাই মানসিকভাবে এগিয়ে থাকবে। মানসিক চাপ কমে যাবে ৫০ শতাংশ।’