মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশ সীমান্তে পুনরায় বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার সকালে আগরতলা-আখাউড়া ও হরিদাসপুর-বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস শুরু হয়।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই বছর যাবত স্থগিত ছিল যা আবার চালু হওয়ায় পর্যটন বৃদ্ধি পাবে এবং দুই দেশের মানুষের মাঝে সম্পর্ক আরও জোরালো হবে। এছাড়া ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি ও তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশে সাশ্রয়ী, জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হল বাস সার্ভিস। এটি দুই দেশের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম।
—ইউএনবি
আরও পড়ুন
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশের তোয়াক্কা করা হচ্ছে না
পদ্মা সেতুর কাছে ট্রাক উল্টে আহত ৪
সংসদে মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পেশ