October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 9:17 pm

ভালোবাসা দিবসে ডাস্টবিনে মিললো জীবিত কন্যা নবজাতক

লালমনিরহাট জেলা শহরের ময়লা ফেলার ডাস্টবিন থেকে এক নবজাতককে (কন্যা) জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ময়লার স্তুপ থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসআই জানান, শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নেওয়াজ মোরশেদ বলেন, ‘সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে সে সুস্থ আছে।’

এ বিষয়ে ওসি শাহ আলম বলেন, ‘আমরা নবজাতকের পরিচয় জানার চেষ্টা করছি।’

—-ইউএনবি