November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 11th, 2024, 8:30 pm

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির বেলাল খান

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ভালোবাসা দিবস সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। গানের নাম ‘প্রাণ সয় না’। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। তার সুর-সংগীতে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। এবার প্রাণ সয় নার সুর-সংগীতের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন তিনি। এটিই তার প্রথম নির্মাণ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ভিডিওটি। আর তাতে অংশ নিয়েছেন বেলাল খান।

গানটি নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে শনিবার কেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘খুব রোমান্টিক কথা-সুরের একটি গান। রিদমিক এ গানটি গাইতে খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, গানটির চিত্রায়ণও ভালো লাগবে বলেই বিশ্বাস।’ নাভেদ পারভেজ বলেন, ‘এ গানটির পরিকল্পনা অনেক দিনের। অডিওটি তৈরির পর এ ধরনের ভিডিও তৈরির চিন্তা মাথায় আসে। সে অনুযায়ী বেলাল ভাইকেও পেয়ে গেলাম যুক্তরাষ্ট্রে। অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিওটি করা হয়েছে। আমার মনে হয়, গানচিত্রটি ভালো লাগবে সবার।’