অনলাইন ডেস্ক :
বিশ্ব ভালোবাসা দিবসের জুটি হয়ে আসছেন মৌ ও হিল্লোল। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় বিশেষ এই নাটকের নাম ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় দেখা যাবে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা হিল্লোলকে। আরও অভিনয় করেছেন হানিফ উদ্দিন খান, কাজল বাবু, টাপুর ও টুপুর। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, ২০ বছর পর মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরছে আসিফ। কথা ছিল আর কখনও ফিরবে না। কিন্তু অসুস্থ মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে সে। কিন্তু এসেই যে পরিস্থিতির মুখোমুখি হলো তার জন্য একেবারেই তৈরি ছিল না আসিফ। জড়িয়ে পড়ে ২০ বছর আগের এক ভালোবাসার মায়ায়। আজ সোমবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
আরও পড়ুন
বোমা ফাটালেন শাকিব, মুখ খুললেন বুবলী
এফডিসিতে সংবর্ধনা পাবেন ফেরদৌস
কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল