June 29, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 7:42 pm

ভাড়াটে খুনির চরিত্রে সজল

অনলাইন ডেস্ক :

অন্যরূপে হাজির হচ্ছেন অভিনেতা সজল। মূলত রোমান্টিক আবহে পর্দায় হাজির হলেও এবার তাকে দেখলে যে কেউ ভয় পাবেন। কারণ, এবার তিনি অভিনয় করেছেন ভাড়াটে খুনির চরিত্রে। আনন জামানের চিত্রনাট্যে ‘আয়েশা’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। নাটকটির গল্প প্রসঙ্গে আনন জামান বলেন, বাংলাদেশের কোনও এক গ্রামের মেম্বার শামীমা নাজনীন। প্রকাশ্যে সে জনপ্রতিনিধি হলেও আড়ালে একজন আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটে খুনি সজলকে নিয়ে আসে সে। অজানা অচেনা ভয়ংকর লুকের সেই আগন্তুককে দেখে গ্রামের লোকজন কানাঘুষা করে। ওদিকে গ্রামের মেম্বার তাকে হুমকি দেয়, যে জন্য আনা হয়েছে সে কাজ শেষ করে যেন দ্রুত গ্রাম থেকে চলে যায়। সজল খুনি হলেও তার একটা নীতি আছে। যাকে খুন করবে তার আদ্যোপান্ত জেনেই কাজটি করবে। কোনও নিরীহ মানুষকে সে খুন করে না। শুরু হয় নতুন নাটকীয়তা! এভাবেই নানা সাসপেন্স নিয়ে এগিয়ে চলে কিলার সজলের কাহিনি। নির্মাতা জানান, আজ বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। এতে আরও অভিনয় করেছেন মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ প্রমুখ।