October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 7th, 2023, 8:35 pm

‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় নিজেদেরই ক্ষতি করছি’

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর প্রতিযোগিতার ফলে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। বিশেষত সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে। রোববার সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করেন অপু। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অপু বিশ্বাস। এ সময় অপু বলেন, ‘লাল-শাড়ি সিনেমাটির নির্মাতা আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল।

এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরে গোয়েন্দারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।’ তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে।

হয়তো আমরা চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’ অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকম হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’