অনলাইন ডেস্ক :
স্পেনিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে তারা। রিয়ালের হয়ে গোল করেছেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র ও ফরাসি তারকা করিম বেনজেমা। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৬তম মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তবে ম্যাচের ৮৬তম মিনিটে বেনজেমার পাস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। দুই মিনিট পরই ভিনিসিয়াসের পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন বেনজেমা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। লা লিগায় এতদিন ধরে রিয়ালের সঙ্গে সমান তালে পথ চলছিল অ্যাতলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। তবে দুটি দলের হোঁচটের সঙ্গে রিয়ালের দারুণ জয় রিয়ালকে পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ভ্যালেন্সিয়া, রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ১০ পয়েন্ট।
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত